Learn Right Form of Verbs in 1 Day (১ দিনে Right Form of Verb)
আজকে আমাদের বিষয়ঃ Right Form of Verbs
এই Lesson টি পড়লে তুমি তোমার Right Form of Verb এর প্রতি ভয় কাঁটিয়ে উঠতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা যখন Right Form of Verbs এর উত্তর করবে তখন তোমাদের কতগুলো বিসয় খেয়াল রাখতে হবেঃ
(১) পুরো Passage টা ভালো করে পড়ে কোন Gap-এ কোন Verb টি উপযুক্ত তা নির্বাচন করতে হবে।
(২) উপরের বাক্স এ যে Verb গুলো থাকবে সেগুলো অবশ্য V1 আকারে থাকবে।
(৩) উপরের Verb গুলো যখন Gap-এ বসবে তখন V1/ V2/ V3/ing যোগে/ s/es যোগে/ অথবা Negative form অনুসরন করতে হবে (যদি অর্থগতভাবে প্রয়োজন হয়)।
————————————————————————————————————————
তো চলুন যাওয়া যাকঃ
————————————————————————————————————————
- কখন V1 হয়ঃ
→ Modal Auxiliary Verb এরপর Example: can go
→ do/did/does থাকলে
- কখন V2 হয়ঃ
It is time, Fancy, Wish, One day, Once upon a time, etc. ) থাকে।
- কখন V3 হয়ঃ
→ To be, having, being, been, have, has, had ইত্যাদির পর।
→Modal Auxiliary Verb এরপর be থাকলে।
→ Passive Voice: Auxiliary ———V3——— Preposition
verb
- কখন ing হয়ঃ
→ Preposition এরপর ( to ছাড়া)
→ উল্লিখিত শব্দগুলোর পর (by/after/without/past/mind/worth/can not help/could not help/
with a view to/ look forward to/get used to/while) ইত্যাদি।
→ একটি সরল বাক্যে দুটি Verb থাকলে ২য় Verb এর সাথে।
→ বাক্যের শুরুতে Verb থাকলে।
- কখন s/es যোগ হয়ঃ
→ Subject যদি Third Person singular number হয় এবং Present Indefinite Tense
হয় তবে verb এর সাথে s/es যোগ হয়।
নোটঃ যে সকল Verb এর শেষে ss/sh/ch/ ✖/o থাকে তার সাথে es যোগ হয়।
————————————————————————————————————————
পরামর্শঃ (ক) বেশি বেশি চর্চা করবে।
(খ) ইংরেজির অর্থ বোঝার চেষ্টা করবে।
(গ) Right Form of Verb ও Subject, Verb, Agreement গুলো
ভালোভাবে বুঝতে হবে।
————————————————————————————————————————
এই নোটটি সম্পূর্ণ Qualified শিক্ষক দ্বারা রচিত।
রচনায়ঃ শেখ মোঃ ইমদাদুল হক
BSS (Honours)
MSS (সমাজ বিজ্ঞান)
Learn Right Form of Verbs in 1 Day (১ দিনে Right Form of Verb)
Reviewed by Toshin Islam
on
March 30, 2019
Rating:
No comments: